প্রতিষ্ঠানের ইতিহাস

 প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ইতিহাসঃ

কেওড়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় একটি অনুন্নত অঞ্চল হওয়ায় এখানের শিক্ষার তেমন প্রসার ঘটেনি। অবহেলিত জনপদের মানুষকে শিক্ষিত করা না গেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কেননা, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। শিক্ষিত জাতি একটি দেশের বড় সম্পদ।

কিন্তু দীর্ঘদিন  এদেশের জনসংখ্যার একটি বৃহত্তম  তার সুপ্ত ক্ষমতার পরিপূর্ণভাবে বিকশিত করার এবং জাতীয় উন্নয়নে অধিক কার্যকর অবদান রাখার সুযোগ থেকে বঞ্চিত ছিল। তবে সময়ের বিবর্তনে সমাজ জীবনে এসেছে বিরাট পরিবর্তন। বর্তমান  সমাজ ধর্মীয় গোঁড়ামীর শৃংখল ভেঙ্গে  সমাজকে এগিয়ে নিতে এবং উচ্চ শিক্ষার পথকে সুগম করার জন্য কিছু সংখ্যক শিক্ষা সচেতন ব্যক্তির  উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় স্থানীয় এলাকাবাসীর আশা আকাংখার প্রেক্ষিতে ১৯৬৭ সালে বরগুনা উপজেলা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা  করেন।

প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানের জন্য ১২ কক্ষ বিশিষ্ট ১টি দ্বিতল ভবন নির্মান এবং ২ একরের অধিক ভূমি, স্থায়ী ও চলতি তহবিলে পর্যাপ্ত অর্থ, বই, চেয়ার, ব্যাঞ্চ, টেবিল, ফ্যান ও কম্পিউটার প্রদান  করে প্রতিষ্ঠানের অগ্রগতিকে তরান্বিত করা হয়।

বিগত বছরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিষ্ঠাবান শিক্ষক এবং সুদক্ষ ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি জেলা ও উপজেলা পর্যায়ে বহুবার শ্রেষ্ট প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে। আশা করা যাচ্ছে সকলের সহযোগিতায়  কলেজটি অত্র এলাকার উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিনত হবে।

esports4d slot gacor slot thailand https://fbcsandysprings.org/events/ esports4d https://quantummagician.com/ quantummagician.com https://edinburghmagic.co.uk/ edinburghmagic.co.uk esports4d https://magicfest.co.uk/ magicfest.co.uk esports4d