সভাপতি মহোদয়ের বাণী

বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে প্রবেশ এবং ডিজটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কেওড়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় এ  একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে  শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির এই উদ্যোগটি প্রশংসনীয় সন্দেহ নেই। সরকারের এই সিদ্ধান্ত এবং প্রতিষ্ঠানেরর এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি এই ওয়েব সাইট চালু করার ফলে যে কেউ প্রতিষ্ঠানের যে কোন তথ্য সম্পর্কে খুব সহজে অবগত হতে পারবে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবরূপ দান করতে সহায়ক ভূমিকা পালন করবে।

আমি বিশ্বাস করি শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি, শিক্ষাই জীবন। যে কোন দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন।  যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি-সে দেশ  তত বেশী উন্নত। তাই উন্নত জাতি ও দেশ গঠনে সুশিক্ষিত নাগরিক তৈরি করা আবশ্যক।

বরগুনা উপজেলা  অত্যন্ত সম্ভাবনাময় একটি উপজেলা হওয়া স্বত্বেও নারী শিক্ষায় পিছিয়ে ছিল দীর্ঘদিন। সময়ের বিবর্তনে বর্তমান শিক্ষা  ক্ষেত্রে এসেছে বিরাট পরিবর্তন। আর সে পরিবর্তনের ধারায় —————– উদ্যোগে ও কিছু সংখ্যক শিক্ষা সচেতন ব্যক্তির  উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় স্থানীয় এলাকাবাসীর আশা আকাংখার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়েছে ‘‘ কেওড়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়’’ টি। বিশিষ্ট  দানবীর ও শিক্ষানুরাগী ——————- এককভাবে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে  আমাদেরকে করেছেন চির ঋণী।

এ প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় সুধিজনের মনোভাব অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এলাকার বিশিষ্ট ও মহৎপ্রাণ  ব্যক্তিবর্গ, গর্ভনিংবডির সদস্যবৃন্দ, যারা এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উৎসাহ যুগিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এ প্রতিষ্ঠান কোমলমতি  শিক্ষার্থীদের সুশিক্ষা ও উন্নত নৈতিক চরিত্র গঠনের নিশ্চয়তা বিধানে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত বছরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিষ্ঠাবান শিক্ষক এবং সুদক্ষ গভর্নিংবডির সদস্যবৃন্দের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি বোর্ড পরীক্ষায় খুবই ভাল ফলাফল করতে সক্ষম  হয়েছে।  প্রতিষ্ঠানটি মনোরম একটি একাডেমিক ভবন, বাউন্ডারী ওয়াল ও গেইট নির্মান করা এবং একটি আধুনিক কম্পিউটার ল্যাব “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” স্থাপন করা করা হয়েছে। আশা করছি সকলের উৎসাহ ও সহযোগিতায়  প্রতিষ্ঠানটি অত্র এলাকার উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিনত হবে।

 

শুভেচ্ছান্তে

 

সভাপতি

 

esports4d slot gacor slot thailand https://fbcsandysprings.org/events/ esports4d https://quantummagician.com/ quantummagician.com https://edinburghmagic.co.uk/ edinburghmagic.co.uk esports4d https://magicfest.co.uk/ magicfest.co.uk esports4d